সুপ্র্রভাত ক্রীড়া ডেস্ক »
বিপিএলে প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছে চিটাগং কিংস। তবে এবার যে চমক নিয়ে হাজির হলো ফ্র্যাঞ্চাইজিটি, তা হয়ত অনেকের ভাবনাতেও ছিল না। বিপিএল চলাকালে দলের নিজস্ব হোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়েশা সাগরকে, লাস্যময়ী যে মডেল নিজেই জানিয়েছেন চিটাগংয়ের সাথে যুক্ত হওয়ার খবর। ২৭ বছর বয়সী এই মডেল গতকাল ১৪ ডিসেম্বর ২৮ বছওে পা দিয়েছেন। জন্মদিনের আগের রাতে তিনি জানান, ‘আমি যোগ দিচ্ছি চিটাগং কিংসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংস জার্নির সব অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় সব মুহূর্ত তুলে ধরতে থাকব আমি।‘
ইয়েশার বিপিএলে কাজ করার বিষয়ে চিটাগং কিংস জানিয়েছে, ‘কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর বিপিএলে চিটাগং কিংসের অফিসিয়াল হোস্ট। গ্লেমার, স্টাইল এবং প্যাশন নিয়ে হাজির হবেন টুর্নামেন্টে। আগে কখনও দেখা যায়নি এমন শো এর জন্য প্রস্তুত হোন।’ খবর বিডিক্রিকটাইম’র