পরিচ্ছন্ন দূষণমুক্ত সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা প্রণয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়া তাইয়ুং প্রতিনিধিদল। গতকাল বুধবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র দপ্তরে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের বিকল্প নেই। চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর দেখতে চাই। এজন্য নগরবাসীকে ইতোমধ্যে দুর্গন্ধমুক্ত সুন্দর ও নির্মল সকাল উপহার দেওয়ার জন্য রাতের বেলা ময়লা আবর্জনা অপসারণের জন্য ডোর টু ডোর কর্মীগণ কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে তাইয়ুং প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপর বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে বলেন, বর্তমান বিশ্বে ময়লা অপসারণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা বায়ু দূষণের বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়। তারা বলেন, নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জিটুজি’র মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব। প্রতিনিধি দল নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব দিলে মেয়র রেজাউল করিম চৌধুরী তাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর জন্য প্রতিনিধি দলকে পরামর্শ প্রদান করেন। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে কোরিয়ায় বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান দলনেতা কী ইয়াং লিম। মেয়র তাদের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
সাক্ষাকালে মেয়র চট্টগ্রাম নগরীকে একটি বিশ্বমানের পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সব মহলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, তাইয়ুং’র নির্বাহী পরিচালক কি ইয়াং লিম, ঢাকার ব্যবস্থাপক ডেভিড ডেই হিউন লি, কন্ট্রাক্ট ম্যানেজার পি এস কিম পুরিউনসল কিম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম শারন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতি:প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি