নিজস্ব প্রতিনিধি, চকরিয়া »
কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে রোববার একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বাঁশখালীর এক গৃহিণী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কবির। তিনি বলেন, প্রসূতি রোগের চিকিৎসক ডা. নাসিমা আক্তারের তত্ত্বাবধানে রোবাবর দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া রোগী মমতাজ বেগম একসঙ্গে তিন মেয়ে জন্ম দিয়েছেন। ওই নারী বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ আনছার এর স্ত্রী।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রোববার দুপুরে ডেলিভারির পর রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও নবজাতক উভয় সুস্থ আছেন। তাদের হাসপাতালের কেবিনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
 
				 
		


















































