নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের চকরিয়ায় স্টিফেন গঞ্জালবেস (৫০) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার খ্রিস্টান পল্লীতে পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নিজে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন পল্লী চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস।
এরপর থেকে তার অক্সিজেনের মাত্রা কমতে শুরেু করে। অনেক চেষ্টা করেও অক্সিজেন স্যাচুরেশন বাড়ানো যায়নি। পরে রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান। মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের সহকারী প্রশাসক অলক দাশ জানান, স্টিফেন গঞ্জালভেসের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে পরীক্ষার জন্য কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


















































