নিজস্ব প্রতিবেদক :
নগরীর চকবাজার থানাধীন কাঁচাবাজারের মোড় হতে পশ্চিম বাকলিয়া এলাকার ফুলতলা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, চকবাজার কাঁচাবাজার মোড় হতে ফুলতলা পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে ফুটপাত ও চসিক পরিচালিত একটি মার্কেটের অংশ দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুটি দোকানকে ১০ হাজার টাকা এবং কাঁচাবাজারের প্রবেশ মুখে চলাচল পথে অবৈধ ভাসমান দোকান বসানোর দায়ে তিনটি দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।