সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
গায়ানায় গ্লোবাল সুপার লিগের নিজেদের চতুর্থ ম্যাচে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে টুর্নামেন্টে ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির। আজ বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে টপ অর্ডার ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ৮৫ রান তোলে রংপুর। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় নুরুল হাসান সোহানের দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই বাগড়া দেয় বৃষ্টি। বৃষ্টির থামার পর লাহোর কালান্দার্সের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিফেন টেলর। প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১৪ রান তোলেন টেলর। এরপর তার সঙ্গে চার-ছক্কা হাঁকানোর উৎসবে যোগ দেন সৌম্য। একপর্যায়ে মাত্র ৪ ওভারে ৪৬ রান তুলে ফেলে রংপুর। এরপর ম্যাচে আবারও আসে বৃষ্টি বাঁধা। বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৬ ওভারে আনা হয়। খেলা শুরুর পরই ফিরে যান সৌম্য। ১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করেন তিনি। এরপর উইকেটে এসেই ঝড় তোলেন সাইফ হাসান। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে রংপুরের রানের চাকা সচল রাখেন তিনি। রংপুরের ইনিংসের নয় ওভার পর আবার ম্যাচে হানা দেয় বৃষ্টি। এসময় রংপুরের রান ছিল ১ উইকেটে ৮৫ রান। সাইফ হাসান অপরাজিত ছিলেন ১৪ বলে চারটি চার ওএক ছক্কায় ২৭ রান করে। স্টিফেন টেলর অপরাজিত ছিলেন ২৭ বলে চারটি চার ও এক ছক্কায় ৩২ রান করে। বৃষ্টির পর আর ব্যাটিংয়ে নামা হয়নি রংপুরের। কার্টেল ওভারের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় লাহোর। জোড়া আঘাত হানেন শেখ মেহেদী। একই ওভারে একটি রানআউটও করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আখলাককে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন মেহেদী। এরপর লড়াইয়ের আভাস দেন টম অ্যাবেল ও মির্জা বাইগ। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। লাহোরের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করা মির্জাকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। শেষদিকে অ্যাবেল ও কার্লোস ব্রাথওয়েটকে ফেরান রংপুরের পেসার জ্যাক চ্যাপেল। শেষ পর্যন্ত ৭ উইকেট ৮৭ রানে থামে লাহোর। ২২ রানের জয় পায় রংপুর রাইডার্স।