গোলাগুলিতে সেনা কর্মকর্তাসহ নিহত ৪

রুমায় সেনাটহলে হামলা

সেনা অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি। ইনসেটে নিহত সেনা কর্মকর্তা হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান »

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও জেএসএসের তিন সদস্য নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার সময় রুমার বথি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার হাবিবুর রহমান। তিনি রুমা জোন-২৮ বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। এ ঘটনায় মো. ফিরোজ নামে অপর সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

বুধবার রাতে জোন- ২৮ বীর এর  রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলকে লক্ষ করে জেএসএস ( মূল) দলের সদস্যরা গুলি চালায়। এসময় সেনাসদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও জেএসএসের তিন সদস্য মারা যান। এ সময় এক সেনাসদস্য আহত হন।

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোন-২৮ বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সেনা সদস্যের নাম মো. ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনাসদস্য। তবে জেএসএসের নিহত সদস্যদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ২৮ বীরের একটি বিশেষ টহল দল রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে পাখই পাড়ায় গিয়ে জানতে পারে, বথিপাড়া এলাকার আস্তানায় সন্তু বাহিনীর জেএসএস দলের সদস্যরা অবস্থান করছে। এ খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা সেনাটহল দলকে উদ্দেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে এবং সেনা সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যান। সেনাসদস্যদের পাল্টা গুলিতে জেএসএসের ৩ সন্ত্রাসী মারা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাক সহ নানা সরঞ্জাম।