গুম-খুনে জড়িত বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় নাহিদের ক্ষোভ

সুপ্রভাত ডেস্ক »

অন্তর্বর্তী সরকার গঠনের এক বছরেও গুম ও খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর অনেক সদস্য এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নাহিদ বলেন, ‘গুম-খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী অনেকে এখনো গ্রেফতার হয়নি। মিডিয়া সংস্কার হয়নি। মিডিয়া এখনো গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল ও করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত।’
 
এদিকে, জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিন প্রায় পৌনে ২ ঘণ্টা জবানবন্দি দিয়েছেন গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
 
এদিনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায় বিএনপি জামায়াতের ওপর চাপানোর নানা ঘটনা বর্ণনা দেন তিনি।
 
নাহিদ বলেন, ‘৫ আগস্ট সরকার পতন হলেও ৪ আগস্টেই অন্তবর্তী জাতীয় সরকার গঠনের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেয়া হয়।’
 
এ সময় জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম।
 
এর আগে বুধবার প্রায় দেড় ঘণ্টা সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হন মামলার সর্বশেষ এই সাক্ষী। এর মাধ্যমে শেষ হলো মামলার সাক্ষ্য গ্রহণ।
 
পরে চিফ প্রসিকিউটর বলেন, গণ-অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম কীভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন, এটি আসামিদের অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ সাক্ষ্যগ্রহণের সময় তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

অন্তর্বর্তী সরকার গঠনের এক বছরেও গুম ও খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর অনেক সদস্য এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।