গুগলে ২০২৪ সালে সবচে বেশি খোঁজা হয়েছে যাদের

সুপ্রভাত ডেস্ক »

প্রতি বছরের ডিসেম্বরে গুগল তার ‘ইয়ার ইন সার্চ’ শীর্ষক তালিকা প্রকাশ করে। এতে সারা বিশ্বের মানুষ পুরো বছর গুগলে সবচেয়ে বেশি কী ও কাদের বিষয়ে অনুসন্ধান করেছে তা জানা সম্ভব হয়। ২০২৪ সালে বড় ঘটনাগুলোর মধ্যে বিশেষ করে মার্কিন নির্বাচন সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। তাই এ বছর গুগলে অনুসন্ধানের তালিকায় ওপরের দিকে আছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও বিজিত প্রেসিডেন্ট পদপার্থী কমলা হ্যারিস।

এ বছর সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে যাদের

ডোনাল্ড ট্রাম্প : প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তি। তার আইনি লড়াই এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সফল হওয়ার ঘটনা তাকে সার্চ বারে শীর্ষ স্থানে রেখেছে।

কেট মিডলটন : যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন এ বছর দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি। বিশেষত বছরের শুরুতে রাজকীয় দায়িত্বে তাঁর অনুপস্থিতি জল্পনা ও উদ্বেগ ছড়িয়েছিল।

কমলা হ্যারিস : কমলা হ্যারিস ২০২৪ সালে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি৷ যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন, তখন তাঁকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে ওঠে। নির্বাচনের মাত্র ১০০ দিন আগে হোয়াইট হাউসের দৌড়ে নেমেছিলেন তিনি।

ইমানে খেলিফ : আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ ২০২৪ সালে চতুর্থ সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি। তিনি অলিম্পিকে নারীদের ওয়েল্টারওয়েট বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তবে তাঁর শরীরের জিনগত বৈশিষ্ট্য নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।