সুপ্রভাত ডেস্ক »
খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে হামলায় জালেমি আল ফাকাওয়ি নামের এক সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহত আরেক ব্যক্তির নাম ইউসুফ আল খাজানদার, যিনি হামলার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ গণমাধ্যমকর্মী।
সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আম জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আহমেদ মনসুর নামের এক গণমাধ্যমকর্মী সবচেয়ে বেশি আহত হয়েছেন। তিনি তাঁবুর ভেতর থাকা অবস্থায় সেটিতে আগুন ধরে যায়। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন তিনি। তবে, হতাহতরা কোন গণমাধ্যমের কর্মী, তা এখনো জানা যায়নি।
এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিকদের ওপর নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। দেইর আল বালা’য় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক এই ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় বেসামরিক নাগরিক ও মিডিয়া কর্মীদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে।