নিজস্ব প্রতিবেদক :
গভীর বঙ্গোপসাগরের আন্দামানের দক্ষিণে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গভীর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইছে। এটি শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের আবহাওয়াবিদ মেঘনাধ তঞ্চগ্যা বলেন, ‘গভীর বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগরের ওই এলাকায় ঝড়ো হাওয়া বইছে।’
এদিকে আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা যায়, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনই এবিষপয় চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে এই লঘুচাপ।
চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক বা একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এসব নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বছরের এসময়ে সাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। এপ্রিল-মে ও সেপ্টেম্বর-অক্টোবর ঘূর্ণিঝড়ের মৌসুম।
এ মুহূর্তের সংবাদ