সুপ্রভাত ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৭ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৯৯ হাজার ৩৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হল।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮০টি ল্যাবে মোট নমুনা সংগ্রহ ও পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, মোট নমুনা সংগ্রহীত হয়েছে ১৩ হাজার ৬৮১ জনের। এর মধ্যে ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৬ হাজার ৭৫১।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৬২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
যারা মারা গেছেন, তাদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে তিন জন, এবং ৪১-৫০ বছরের মধ্যে সাত জন রয়েছেন।
এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে দুজন মারা গেছেন।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজারের বেশি। আর মৃতের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ১৭৪।