গণশুনানির পর করদাতাদের বিভ্রান্তি কমবে : মেয়র

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ২০২২ সালে মন্ত্রণালয় থেকে পূর্বের স্থগিতকৃত কর মূল্যায়ন আবার সচল করার নির্দেশনা আসে, এটা কার্যকর করতে গিয়ে দেখা যায় ২০১৭ সালের কর মূল্যায়ন যথেষ্ট অসংগতি রয়েছে। তা দূর করার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে আপিল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে আপিল করলে যে অসংগতি আছে তা দূর করা এবং করদাতাদের সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করার গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, গণশুনানির পর করতাদাদের বিভ্রান্তি অনেকাংশে কমে আসবে।

গতকাল বুধবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারের চসিক রাজস্ব বিভাগের ২ নম্বর সার্কেলের ৪ নম্বর রিভিউ বোর্ডের আওতাধীন ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডে মেয়রের উপস্থিতিতে করদাতাদের কর মূল্যায়নের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। তিনটি ওয়ার্ডের সমন্বয়ে কাউন্সিলর এবং আপিল বোর্ডকে সঙ্গে নিয়ে করদাতাদের গণশুনানির ব্যবস্থা করা হয়।

প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আপিল বোর্ডের প্রধান কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, এম আশরাফুল আলম, মো. কাজী নূরুল আমিন, মো. এছহারুল হক, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, কর কর্মকর্তা, কর আদায়কারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এতে মেয়র আরও বলেন, নগরবাসীর গৃহকর থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে নাগরিক সেবা প্রদান করা হয়। প্রতি ৫ বছর অন্তর নতুন করে কর মূল্যায়ন বিধান থাকলেও বিগত ২০১১-১২ সালের কোন কর মূল্যায়ন করা হয়নি। ২০১৭ সালে গৃহকরের যে মূল্যায়ন হয়েছিল তা নগরবাসীর আন্দোলনের কারণে স্থগিত রাখা হয়েছিল।

আপিলে ৩শ’ করদাতা শুনানিতে অংশ নেন। তারা আপিল শুনানির উপর সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি