মতবিনিময় সভায় ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘১৪ বছর নিপীড়ন-নির্যাতনে হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা, গুম-খুন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। তারপরেও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছে। আগামী চসিক নির্বাচন চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের দলের সকল নেতা কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে’। তিনি গতকাল শুক্রবার বিকালে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা.শাহাদাত হোসেন আরো বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়েছিলো। আর এই সংগ্রাম এখনো অব্যাহত আছে। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে’। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, মো. আলী মিঠু, সালাউদ্দিন লাতু, জাকির হোসেন, আবদুল মালেক, আলমগীর আলী, মো. সেলিম, আলী মুর্তোজা খান, জিয়াউর রহমান জিয়া, আরজুন নাহার মান্না, এনায়েত উল্লাহ, মাহাবুব আলম রানা, মো. সাফি সওদাগর, সৈয়দ আহমদ, মো. আলম, আলী মোহাম্মদ, মো. মহিউদ্দীন, আইয়ুব আলী, সুলতান আহম্মদ, আকতার আলম, মো. এনামুল হক রাজ প্রমুখ। বিজ্ঞপ্তি