সুপ্রভাত ডেস্ক »
যে কোনো ধরনের উন্নয়ন কাজে খালের তলদেশ কংক্রিটে বাঁধাই না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি নিজেই এটা জানতাম না। আমি চট্টগ্রামে চাকরি করেছি। চট্টগ্রামের চাক্তাই খাল এবং অন্যান্য অনেক খাল প্রায়ই আলোচনায় আসে। নদীর পানি ঢুকে বের হতে পারে না। অনেক সমস্যা আছে চট্টগ্রামের। কোনো এক সময় আমরা কেউ একজন নাকি ছোট ছোট খালের নিচে বাঁধাই করে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, এটা করে সর্বনাশ হয়েছে। পানি উপর থেকে নিচে যেতে পারে না। উপচে শহরে ঢোকে। এটা কীভাবে হলো কাণ্ডজ্ঞানহীন কাজ!
পানি তো শুধু বাইরে যাবে না, নিচেও যাবে। এটা তিনি খেয়াল রাখতে বললেন—খবরদার আপনারা নালা বা খালের তলদেশ সিমেন্ট কংক্রিটে বাঁধাই করবেন না। সেচের জন্য যেটা করে সেটা ঠিক আছে, পানিটা রক্ষা করতে চায়। এটা তো সেচ নয়, বন্যা নিয়ন্ত্রণ। সুতরাং এখানে নিচে খালি রাখতে হবে।
সূত্র : ডেইলি স্টার