নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি থেকে অপহরণের ১৩ দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের নুনছড়ি থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইয়াছিন মোল্লা। ফল ব্যবসার সূত্রে কিশোরগঞ্জের শিমুল তলার বাসিন্দা ইয়াছিনের সঙ্গে পূর্বপরিচিত ছিল অপহৃত স্কুলছাত্রীর পরিবারের। এ ঘটনায় অপহৃতের মা ২১ সেপ্টেম্বর ইয়াছিন মোল্লাকে আসামি করে অপহরণ মামলা করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, প্রযুক্তির সাহায্যে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ও আসামিকে খাগড়াছড়িতে নিয়ে আসা হচ্ছে।
এ মুহূর্তের সংবাদ


















































