নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙা :
একদিনের ব্যবধানে খাগড়াছড়িতে আরো পাঁচ জন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে । এনিয়ে খাগড়াছড়ির ৭ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে করোনায় আক্রান্ত পাঁচ জনের একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম জানান, আক্রান্ত ব্যাক্তি গেল সপ্তাহে অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন। তিন দিন ঢাকায় অবস্থান করে ফেরার পর তার মধ্যে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।
আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন আক্রান্ত পাঁচ জনের মধ্যে মানিকছড়িতে ১জন, খাগড়াছড়ি সদরে ১জন ও দীঘিনালায় ২ জন। এদিকে খাগড়াছড়িতে প্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তি এরশাদ চাকমা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।