সুপ্রভাত ডেস্ক »
ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতন আন্দোলনে অংশ নেয়া শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিশ্বাস বা ঐক্যের জায়গা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতের জবানবন্দি নিয়ে প্রকাশিত বই ‘রাজবন্দীর জবানবন্দি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন দলটির মহাসচিব।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, “হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন জানি না নিজেদের মধ্যে আবার বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। এখন যেটা শুরু হয়েছে, আমি মনে করি এটা কোনো সুস্থ ব্যাপার না। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য।”
বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে বলেও উল্লেখ করেন তিনি।