ক্রেডিট কার্ডে সুদ বাড়ল

সুপ্রভাত ডেস্ক  »

ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক যে ঋণ নেন, তার সর্বোচ্চ সুদাহার ৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ নিলে এতদিন সর্বোচ্চ ২০ শতাংশ সুদ নিতে পারত ব্যাংক। তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, আগামী জানুয়ারি থেকে ব্যাংকগুলো নতুন হারে সুদ আদায় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজ।

সাকুর্লারে বলা হয়েছে, ‘সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে’ সুদহার বাড়ানোর এ সিদ্ধান্ত হয়েছে।

ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করে মুনাফার হার নির্ধারণ করবে। অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ক্রেডিড কার্ডের সর্বোচ্চ সুদহার ২০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছিল ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর, যা ওই বছরের অক্টোবর মাস থেকে কার্যকর হয়।

প্রায় চার বছর পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রশ্নে ক্রেডিট কার্ডের সুদাহারের বিষয়টি ফের আলোচনায় আসে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত ৪ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় সর্বোচ্চ সুদহার বাড়ানোর আভাস দিয়েছিলেন।