নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক দীর্ঘ সময় থেকে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রাক্তন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হিসেবে আছেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার তিনি প্রথমবারের মত নিজ জেলায় আসেন। সরকারি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে গত শনিবার ছুঁটে যান আসকারদীঘিস্থ নিজ সংগঠন ফ্রেন্ডস ক্লাবে।
ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে ক্রীড়াঙ্গনের সংস্কারের কথা উল্লেখ করে সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ায় সকলের সহযোগিতা কামনা করেন। সাবেক সভাপতি সৈয়দ আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের অন্যতম কর্মকর্তা অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী, নোমান সুফিয়ান, মান্না মজুমদার, জাহাঙ্গীর হোসাইন ও মাহমুদুর রহমান মাহবুব বক্তব্য রাখেন।