হাইকোর্টের আদেশ
নিজস্ব প্রতিবেদক »
কোর্ট হিলে চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না ও যে কোন স্থাপনায় কোর্ট বিল্ডিং লিখতে হবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার দুপুরে এ সংক্রান্ত একটি রিট আবেদন বিষয়ে শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীপুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
এর আগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন এসব বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করেন। সে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন সুপ্রভাতকে বলেন, ‘কোর্ট হিলের চলাচলের জায়গায় জেলা প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে- এমন অভিযোগে এবং ফের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলাম। জেলা প্রশাসন কার্যালয়ে নামফলকের নিচে কোর্ট বিল্ডিংয়ের নাম উল্লেখ না করার বিষয়টিও উল্লেখ করা হয়। রিট আবেদনের বিষয়ে আজ (রোববার) শুনানি হয়েছে। সেসময় আমার পক্ষে শুনানিতে সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রতন কুমার রায় ছিলেন।’
তিনি আরও বলেন, ‘শুনানি শেষে বলা হয়, কোর্ট হিলের চলাচলের জায়গায় নতুন করে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কোর্ট হিলের যে কোন স্থাপনায় কোর্ট বিল্ডিংয়ের নাম লিখতে হবে।’
জেলা প্রশাসনের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘গাড়ি সুরক্ষিত রাখতে জেলা প্রশাসন চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পার্কিং করেছে। এতে কোর্ট বিল্ডিয়ে আসা বিচারপ্রার্থী থেকে শুরু করে আইনজীবীদেরও ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে তাদের জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে আমাদের উচ্চ আদালতে যেতে হয়েছে। রিট পিটিশন দাখিল করেছি। এছাড়া আরও একটি বিষয় লক্ষ্যণীয় যে কোর্ট হিলকে ভিন্ন নামে সম্বোধন করা। এ বিষয়টিও পিটিশনে উল্লেখ ছিল।’