চট্টগ্রামের উপজেলা ও সিটি করপোরেশনের আওতাধীন কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সহযোগিতা প্রদান করেছেন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা।
সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এর দিক নির্দেশনায় ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার এর তত্ত্বাবধানে নগরীর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমে টিকাগ্রহণকারীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রহণকারী তথ্য যাচাই এবং নার্সদের সাথে সেবা কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা।
এছাড়াও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে সেবা কার্যক্রমে তারা সহযোগিতা করেন।
অন্যদিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন তারা। বিজ্ঞপ্তি
মহানগর