সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
নারীদের কোপা আমেরিকায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্যর্থ হলেও ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রতি আসরের মতো এবারও সেই জয়ের ঐতিহ্য ধরে রাখল নারী ফুটবল দল।
গতকাল বুধবার প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আগামী ৩১ জুলাই স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ব্রাজিল। খবর ডেইলি বাংলাদেশ’র।
ব্রাজিল নারী ফুটবল দলের কোপার সাফল্য শুরু থেকেই। ১৯৯১ সালে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। সে বছর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা। এবারও শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল। টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া ব্রাজিলের দরকার আর এক জয়। তাও টুর্নামেন্টের স্বাগতিক দল কলম্বিয়ার বিপক্ষে।
কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে প্রথমার্ধের মাত্র ২৮ মিনিটের মধ্যেই প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষ পর্যন্ত দুই গোলেই শেষ বাঁশি বাজে। ম্যাচে পুরো ৯০ মিনিট দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা প্যারাগুয়ে ব্রাজিলের ক্ষুরধার আক্রমণভাগের গোল উৎসবই শুধু রুখতে পেরেছে। তবে ৯০ মিনিটে নিজেদের ম্যাচে ফেরার ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি।