শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। বাংলাদেশ রচিত হয়েছিল মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তের স্রোতের বিনিময়ে। সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। অথচ একটা অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এদেশে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
তিনি গতকাল জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ- কেন্দ্রীয় কমিটি আয়োজিত জন্মাষ্টমী উৎসবের ২য় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক করোনা মহামারির মুহূর্তে সকলে জাতিগত হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কল্যাণের পথে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। তিনি শুভ জন্মাষ্টমী উৎসবে সবাইকে মানবজাতির জন্য এক শান্তিপূর্ণ ও মঙ্গলময় বিশ্ব গড়ে তোলার প্রত্যয় গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রত্যেকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। তা নস্যাৎ করতে একটি দুষ্টচক্র উঠে-পড়ে লেগেছে। তা কখনো হতে দেয়া যাবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে শান্তিময় বিশ্ব গড়া সম্ভব। তাঁর আদর্শ ধারণ করতে পারলে সমাজে কোন বৈষম্য থাকতে পারে না।
গতকাল সোমবার বিকালে নগরীর জেএম সেন হলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল সভাপতিত্ব করেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ও শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ। চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।
বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আদিত্য নন্দী। অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, লায়ন তপন কান্তি দাশ, অধ্যাপক অর্পণ ব্যানার্জী, সুমন দেবনাথ, তাপস কুমার নন্দী, রাজীব দত্ত রিংকু, লায়ন দিলীপ ঘোষ, শ্রীপ্রকাশ দাশ অসিত, রত্নাকর দাশ টুনু, হিল্লোল সেন উজ্জ্বল, অমিত চৌধুরী, মিথুন মল্লিক, সজল দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, এস প্রকাশ পাল, কাউন্সিলর জহরলাল হাজারী, পুলক খাস্তগীর, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, তসলিমা বেগম নুরজাহান (রুবি), হুরে আরা বেগম বিউটি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী মিথুন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা তুলতে পারবে না
জন্মাষ্টমী উৎসবে উপমন্ত্রী নওফেল