বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব -১৭ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ের অংশগ্রহণের জন্য কোতোয়ালী সদরঘাট ও কর্ণফুলী আংশিক দলের অনুশীলন গতকাল শুরু হয়েছে। দলের ম্যানেজার মো. মোশাররফ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর সিটি কর্পোরেশন ক্রীড়া কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ম্যানেজার আলী হাসান রাজ, কোচ মহসিন সাজু ও মহসিন আলী বাদশা, মো. সেলিম, এস আই মাহাতাব উদ্দীন, মো. আলমগীর, মো. আফসার উদ্দীন ,আলোউদ্দীন ভূইয়া, ফারুক রানা, আবদুল হামিদ জনি, মো. ইসমাইল, সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, মিনহাজ মাসুম, মো. মাকসুদ, আরিফুল ইসলাম মারুফ, মো. ইমন। আজ ১৭ জুন বিকাল সাড়ে ৪টায় মহিলা দল ডবলমুরিং মুখামুখি হবে এবং ১৮ জুন বালক দল সকাল ৯টা ডবলমুরিং জোনের সাথে খেলবে। বিজ্ঞপ্তি
খেলা


















































