সুপ্রভাত ডেস্ক »
গত জুনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। মাস পাঁচেকের ব্যবধানে আরো একটা আইসিসি ইভেন্টের ফাইনাল। এবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সাদা পোশাকে শিরোপা হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে লাল বলের পর রঙিন পোশাকেও শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সামনে দাঁড়িয়ে অজিরা।
আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলমান বিশ্বকাপের ফাইনাল। স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) ম্যাচটি মাঠে গড়াবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে কে জিতবে শিরোপা? দুইবারের চ্যাম্পিয়ন ভারত নাকি পাঁচবারের ট্রফি জয়ী অস্ট্রেলিয়া?
পুরো আসর জুড়েই একক আধিপত্য দেখিয়েছে ভারত। রাউন্ড রবিন লিগের ৯ ম্যাচসহ মোট ১০ ম্যাচ খেলে এখনো পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল। স্বাগতিকদের হারের স্বাদ দেবে এমন সাহস করতে পারেনি কোনো দল! অন্যদিকে জোড়া হার দিয়ে আসর শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর রাউন্ড রবিন লিগে টানা ৭ ম্যাচ জিতেছে প্যাট কামিন্সের দল। সেমি ফাইনালসহ গত ৮ ম্যাচে অপরাজিত অজিরা। খবর ঢাকাপোস্টের।
সেমি ফাইনালের একাদশ নিয়েই ফাইনালে নামার সম্ভাবনা ভারতের। শেষ মুহুর্তে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনো দলই। তাছাড়া একাদশে খেলা মোটামুটি সবাই ভালো সময় পার করছেন।
ওপেনিংয়ে ওয়ানডের সেরা ব্যাটার শুবমান গিলের সঙ্গে রোহিতের জুটি বেশ ধারাবাহিক। তিনে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। তাছাড়া মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলও রান পাচ্ছেন। সূর্য কুমার অবশ্য খুব বেশি রান করতে পারেননি। তবে লোয়ার অর্ডারে তার হার্ড হিটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া হতে পারে।
সাত জন বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে এক অলরাউন্ডার আর চার বিশেষজ্ঞ বোলার খেলাতে পারে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আসর জুড়ে পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। একমাত্র অলরাউন্ডার হিসেবে তাকেই দেখা যাবে। চার বোলারের মধ্যে তিন পেসার-মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে থাকতে পারেন কুলদ্বীপ যাদব।
ভারতের মতোই গত ম্যাচের একাদশ নিয়েই নামতে পারে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ডেইভ ওয়ার্নার পরীক্ষিত এবং ইনফর্ম। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন ট্রাভিস হেড। সেমি ফাইনালে দলকে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনে খেলবেন অভিজ্ঞ মিচেল মার্শ। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশের মতো ব্যাটাররা থাকবেন।
হেড, মার্শ, ল্যাবুশেন ও ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার থাকায় ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজাতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। তিন পেসার- মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের সঙ্গে থাকবেন লেগ স্পিনার অ্যাডম জাম্পা।
ভারত (সম্ভাব্য একাদশ)- শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মস শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।
অস্ট্রেলিয়া (সম্ভাব্য একাদশ)- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও কুলদ্বীপ যাদব।