কেমন করবে বাংলাদেশ?

বিশ্বকাপের পথে আর ৫ সিরিজ

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

দলীয় উচ্ছ্বাসের ফ্রেমও তৈরি হলো। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন এক নম্বর দল। টুকরো টুকরো আনন্দময় সব ছবি। তবে এই ছবিগুলোই কি সামনে জোড়া লাগবে সরাসরি বিশ্বকাপ খেলার পূর্ণতায়? বাংলাদেশকে সেজন্য পাড়ি দিতে হবে কঠিন সব  বৈতরণী। অপেক্ষায় সুপার লিগের আরও পাঁচটি সিরিজ।

১৩ দলের এই সুপার লিগ চালু হয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সুপার লিগের তলানির পাঁচ দলের সুযোগ শেষ হয়ে যাবে না। আইসিসি সহযোগী পাঁচটি দেশের সঙ্গে বাছাইপর্ব খেলতে হবে তাদেরকে। সেই ১০ দলের বাছাই থেকে উঠে আসবে বিশ্বকাপের বাকি দুটি দল।

চ্যালেঞ্জ তাই সেখানেও বেশ কঠিন। সেই অনিশ্চিত ও বিব্রতকর অভিযানে না নামতে হলে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতেই হবে।

সুপার লিগে সব দল পরস্পরের সঙ্গে খেলবে না। তবে প্রতিটি দলকেই খেলতে হবে আটটি করে সিরিজ। দেশে ও বিদেশে সমান চারটি করে সিরিজ। প্রতি সিরিজে ম্যাচ তিনটি করে। ২৪টি ম্যাচের ফলাফল থেকে নির্ধারিত হবে দলগুলির ভাগ্য। প্রতিটি জয়ের জন্য পয়েন্ট ১০, টাই বা পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট দুই দলের সমান ৫ করে।আইসিসির ভবিষ্যৎ সফরসূচির সময় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছে কে কার বিপক্ষে কোথায় খেলবে। বাংলাদেশের যেমন সুপার লিগের খেলা নেই ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে।তবে চ্যালেঞ্জের কমতি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের তিনটি সিরিজ শেষ হলো। গত জানুয়ারিতে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে মিলেছে পূর্ণ ৩০ পয়েন্ট। মার্চে নিউজিল্যান্ড সফরে পেতে হয়েছে উল্টো স্বাদ। সেখানে সঙ্গী হয়েছে সব ম্যাচে হারার তেতো অভিজ্ঞতা।এরপর সদ্য সমাপ্ত এই শ্রীলঙ্কা সিরিজ। যেখানে সম্ভাব্য ৩০ পয়েন্ট থেকে পাওয়া গেল ২০ পয়েন্ট। ৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগে আপাতত শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ৬ ম্যাচ খেলেই ৪০ পয়েন্ট করে আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। রান রেটে তারা ইংলিশদের চেয়ে পেছনে।

এছাড়া আরও বেশি কিছু দল এখনও খুব বেশি ম্যাচ খেলেনি। নিউ জিল্যান্ড ও আফগানিস্তান যেমন কেবল তিনটি করে ম্যাচ খেলেছে, জিতেছে সবকটি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও খেলেছে কেবল ৩ ম্যাচ।পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশের অবস্থান তাই আপাতত সাময়িক বলেই ধরে নেওয়া যায়। এই অবস্থান সংহত করার লড়াইয়ে বাংলাদেশের পরের চ্যালেঞ্জ জিম্বাবুয়ে। আগামী জুলাইয়ে সেই সিরিজ। এমনিতে জিম্বাবুয়ে খুব কঠিন প্রতিপক্ষ নয়। তবে এই সিরিজ যে জিম্বাবুয়েতে!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের উচ্ছ্বাস থাকলেও আক্ষেপ আছে পূর্ণ ৩০ পয়েন্ট না পাওয়ায়। দেশের মাঠে বাংলাদেশ সবশেষ ১৬ ওয়ানডেতেই জিম্বাবুয়েকে হারিয়েছে। কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে হেরে এসেছে সবশেষ দুই সিরিজে! যদিও সেই সিরিজ দুটি হয়েছে ২০১১ ও ২০১৩ সালে, এখনকার বাস্তবতা বদলে গেছে অনেক। তবে জিম্বাবুয়ের আবহাওয়া-কন্ডিশন খুব একটা বদলায়নি, বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ।র‌্যাঙ্কিংয়ে অবস্থান ও দলীয় শক্তি-সামর্থ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও তাই পূর্ণ পয়েন্ট পাওয়া সহজ হবে না জিম্বাবুয়ে সফরে।

সুপার লিগে এরপর বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সেই সিরিজটি দেশের মাঠে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তো বটেই, এমনকি ২০ বা ১০ পয়েন্ট পাওয়াও হবে খুব কঠিন। ইংলিশদের বিপক্ষে কখনোই ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এটিও দেশের মাঠে। কিন্তু যথারীতি, আরেকটি কঠিন চ্যালেঞ্জ। এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই দারুণ এক দল। দ্রুতই উন্নতি করছে তারা এবং তাদের বিপক্ষে। বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়।