নিজস্ব প্রতিবেদক <
ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের জীবন-জীবিকার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে কাল রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলছে।
গতকাল শুক্রবার মন্ত্রী পরিষদের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ এপ্রিল রোববার থেকে খোলা রাখা যাবে দোকানপাট ও শপিংমল।
নির্দেশনায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে নজর রাখবে সংশ্লিষ্ট বাজার বা মার্কেট ব্যবস্থাপনা কমিটি।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউনে বন্ধ ছিল সব দোকানপাট ও শপিংমল। এতে খোলা ছিল শিল্পকারখানা ও ব্যাংক। ক্রমান্বয়ে এ লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। বিভিন্ন সময় ব্যবসায়ী ও কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে মার্কেট খোলার দাবি জানিয়েছিলেন।