কালুরঘাট সেতু গুরুত্ব পায়নি জনপ্রতিনিধিদের কাছে

গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার মনোয়ার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি ব্যরিস্টার মনোয়ার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে দেশজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কিন্তু বারবার কালুরঘাট সড়ক ও রেল সেতু নির্মাণের কথা বলার পরও তা বাস্তবায়ন হয়নি। এটা জনপ্রতিনিধিদের দুর্বলতা ছাড়া আর কিছু না।’

গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-৮ আসনের ধারাবাহিক উন্নয়ন ব্যাহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কালুরঘাট সেতু হবে। আমি শ্রদ্ধাভরে সেটি এক্সেপ্ট (গ্রহণ) করি। উনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উনি যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা হয়েছে। তাই এটা না হওয়ার কোনো কারণ নেই। কালুরঘাট সেতুকে একটা আঞ্চলিক ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু বোয়ালখালী জনগণের দাবি নয়। এটি সমস্ত বৃহত্তর চট্টগ্রামের মানুষের দাবি। সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, শুধু চট্টগ্রাম-৮ আসন অন্ধকারে। এখানে কোনো উন্নয়নের ধারাবাহিক কাজকর্ম নেই। আমার জানা মতে, বোয়ালখালীর কোনো সড়কও উন্নয়ন করা হয়নি।’

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়–য়া, সাবেক সাংসদ মাজাহারুল হক, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, সাবেক ছাত্র নেতা সৈয়দ ইসমাইল ও শম্ভুনাথ চক্রবর্তী প্রমুখ।