নিজস্ব প্রতিবেদক :
করোনার প্রভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চি ও বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালতের অভিয়ান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১৫ মে) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর পাহাড়তলী, আকবরশাহ, বন্দও, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাপড়ের দোকান সামাজিক দূরত্ব না থাকায় জরিমানা আদায়সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১০টি মামলা দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সুপ্রভাতকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন কাপড়ের দোকানগুলোতেও অভিযানচালানো হয়। নগরীর কর্নেলহাট এলাকার কাপড়ের দোকান গুলোতে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দূরত্ব না থাকায় ৩ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি থেকে ১০টি মামালায় ১০ হাজার ৯শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Uncategorized