কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র : ৫ ইউনিটে উৎপাদন শুরু

নিজস্ব প্রতিনিধি, কাপ্তাই

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি দ্রুত বাড়ছে। পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদনও শুরু হয়েছে। গতকাল রোববার ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, কাপ্তাই হ্রদে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৯০.৬০ ফুট মিনস সি লেভেল (এম এস এল)। লেকে পানি রয়েছে ৮২.৯০ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল (এম এস এল)।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। হ্রদে পানি বাড়ায় পানি বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, দুই নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, তিন নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, চার ও পাঁচ নম্বর ইউনিট হতে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।