নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার রাইখালী ইউনিয়নে উক্ত দুটি পৃথক ঘটনায় এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃতরা হলো চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও রাইখালীর জঙ্গলকোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুল হকের ছেলে মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাইখালী ইউনিয়নের দুর্গম পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার ও রাইখালীর জঙ্গলকোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে চারঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। শিশুদের প্রতি আমাদের আরও বেশি যতœবান হতে হবে। শিশুদের গতিবিধি লক্ষ্য রাখতে হবে। তাহলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।