কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী গ্রাফিতি অঙ্কন

নিজস্ব প্রতিনিধি, কাপ্তাই »

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাহাড়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালে দেয়ালে আঁকা হলো বৈষম্য বিরোধী গ্রাফিতি।
১৯ আগস্ট সকালে উপজেলার সদর বড়ইছড়িতে পাহাড়ী শিক্ষার্থীরা পাহাড় ও সমতলে সমান অধিকার নিশ্চিতে, সৈরাচার সরকার পতন, ছাত্র-জনতা আন্দোলন, পাহাড়ের দুঃখ, দুর্দশা, বঞ্চনা, নিপীড়ন সহ ইত্যাদির প্রতিবাদ ও অধিকারের কথা তুলে ধরে তা গ্রাফিতির মাধ্যমে অংকন করেছে। এই গ্রাফিতি অংকনে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
এসময় তারা বলেন, কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আমরা আমাদের মতো করে সাজাবো।
উপজেলায় প্রতিটি দেয়াল আমরা রঙিন করে সাজাতে চাই। আমাদের অধিকারের কথা বলতে চাই। এছাড়া এই গ্রাফিতি অংকন কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান।