কসমোপলিটান লায়ন্স ক্লাবের উদ্যেগে কর্ণফুলী উপজেলার ‘হল ২১’ কনভেনশন হলে ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। ক্লাব সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন আলহাজ মো. হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দীকী। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রণি। অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ। আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, রিজয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, রিজিয়ন চেয়ারপারসন ও কসমোপলিটান লায়ন্স ক্লাব অভিভাবক লায়ন আশীষ ভট্টাচার্য, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, কসমোপলিটান লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন শেখর দত্ত, আইয়ুব-বিবি ট্রাস্টের প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদ, কসমোপলিটান লিও ক্লাব চিফ কো-অর্ডিনেটর লিও ইঞ্জিনিয়ার মো. নাঈম সারওয়ার জিতু, চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউসিয়া মাদ্রাসার সুপার সিরাজুল মোস্তাফা আল মুনিরী, কসমোপলিটান লিও ক্লাব প্রাক্তন সভাপতি লিও রাহুল চৌধুরী, সভাপতি লিও সিফাতুল ইসলাম সামি, সচিব লিও অর্চি দাস, কোষাধ্যক্ষ লিও শিহাবসহ কসমোপলিটান লায়ন্স ও লিও ক্লাব নেতৃবৃন্দ ও কর্ণফুলী উপজেলার স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কসমোপলিটান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০৬ জন মাদ্রাসা শিক্ষককে আর্থিক অনুদান প্রদাান করা হয়। বিজ্ঞপ্তি
মহানগর