সুপ্রভাত বিনোদন ডেস্ক »
বাংলাদেশসহ ১৫ দেশে চলছে ‘তুফান’। এবার ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সিনেমাটি মুক্তি পেল ভারতের কলকাতায়। শুক্রবার কলকাতার সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’।
সিনেমার প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার।
মুক্তির আগে কলকাতা শহরজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। শহরের বড় বড় বিলবোর্ড থেকে মেট্রোরেল সবখানে তুফান সিনেমার পোস্টার উপস্থিতি দেখা যায়।
কলকাতায় ‘তুফান’ মুক্তি দিচ্ছে এসভিএফ। প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সনি বলেন, তুফান নিয়ে পশিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। ছবি গানগুলো বাংলাদেশের মতো এখানেও দর্শক প্রচুর পছন্দ করেছে।
শাকিব জানিয়েছেন, এরই মধ্যে ৬-৭টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে ‘তুফান’র শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চার-এ চলে এসেছে বাংলা সিনেমা।



















































