যুব ইউনিয়নের সমাবেশ
কর্মসংস্থানমুখী উন্নয়ন বাজেটের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, টুটন দাশ, জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, রাশিদুল সামির, জুয়েল বড়ুয়া, মিটুন বিশ্বাস, অভিজিৎ বড়ুয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘গত বছর করোনার অভিঘাতে চাকরিচ্যুত হয়েছিলো অনেক মানুষ। করোনা সংকটে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থী উভয়েই বিপদগ্রস্ত আছে এখনো। কোভিড-১৯ এর কারণে নতুন করে দারিদ্র্য বাড়ছে। অনেক নিম্ন আয়ের মানুষ গ্রামে ফিরে গেছেন সময়ের সাথে তাল মেলাতে না পেরে। তারপরও যুবকরা আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এ জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ প্রদান করা দরকার। আমাদের একটি গণমুখী এবং কর্মমুখী বাজেট প্রণয়ন করা জরুরি।
বক্তারা আরো বলেন, ‘যুবকদের বেকারত্বকে অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হিসাবে স্বীকৃতি দেয়া হয়নি আমাদের বিভিন্ন নীতিমালাগুলোতে। আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না, যুবকদের হতাশ দেখতে চাই না, আমরা যুবকদের উদ্যোগী হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এজন্য নতুন চাকরি সৃষ্টি করা বা কর্মসংস্থানের উদোগ গ্রহণের জন্য বাজেটে একটি বিশেষ বরাদ্দ রাখা এখন সময়ের দাবি। বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি কার্যকর উপায় বের করতে হবে।’ বিজ্ঞপ্তি