পাঁচলাইশ বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভায় মোছলেম উদ্দিন এমপি
‘বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের ব্যাপক উন্নয়নের পাশাপাশি বেড়েছে দেশের সক্ষমতাও।
মানুষের ভাগ্য পরিবর্তন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। বৈষম্যের অভিশাপ হতে মুক্তির সদিচ্ছা নিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই শেখ হাসিনা সরকারের আন্তরিকতার ফলে নারী নেতৃত্ব, নারী শিক্ষা, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বাড়ছে।
এতে করে কর্মক্ষম জনবল বৃদ্ধি ও নারী-পুরুষের বৈষম্য কমে আসছে। এসব কারণে শেখ হাসিনা আজ বিশ্বে সমাদৃত হওয়ার পাশাপাশি বাংলাদেশও সম্মানিত হচ্ছে।’
শুক্রবার বিকেল ৪টায় পাঁচলাইশ কয়লার ঘরস্থ আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুনের বাসভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সাহসী সিদ্ধান্তের কারণে দেশের অবহেলিত নারী সমাজ মর্যাদা ও সম্মানিত হয়েছে।
বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি ও পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শারমিন সুলতানা মৌর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ এমরান, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, আব্দুন নবী লেদু, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ফারুকী, জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, মহিলা পরিষদের নেত্রী শাহানাজ ইলিয়াস, নাসরিন আকতার, নুরজাহান বেগম, লাকি আকতার, প্রমুখ। বিজ্ঞপ্তি