চবি উপাচার্যকে সম্মাননা
নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’ এর পক্ষ থেকে চবি উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গতকাল ৩ জানুয়ারি বেলা ১১ টায় চবি উপাচার্য দপ্তরে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আরওঙ্গজেব চৌধুরী ও ড. মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন। উপাচার্য এ সময় বলেন, বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মান নিশ্চিতকরণে আইকিউএসি’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে বিশ^বিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও আইকিউএসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপাচার্য বলেন, বেগম রোকেয়া পদক অর্জনের গৌরব বিশ^বিদ্যালয় পরিবারের সকলের। তিনি বিশ^বিদ্যালয় পরিচালনায় বিশ^বিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি