বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতায় গতকাল দুই বিভাগের ২টি করে খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে অনেকটা পিচ্ছিল মাঠে বঙ্গবন্ধু টুর্নামেন্টে বাঁশখালী উপজেলা ৩-১ গোলে আনোয়ারা উপজেলার বিরুদ্ধে জয় লাভ করে। বাঁশখালীর রানা দেব দাশ ২টি, হাবিব ১টি গোল করেন। আনোয়ারার একমাত্র গোলটি আসে জাহিদের পা থেকে। অপর খেলায় কর্ণফুলী উপজেলা মিজবাতুল দেয়া গোলে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে। এর আগে সকালে বঙ্গমাতা টুর্নামেন্টের প্রথম খেলায় আনোয়ারা উপজেলা ৭-০ গোলে প্রতিবেশী বাঁশখালী উপজেলাকে পরাস্ত করে। বিজয়ী দলের ফাহমিদা সুলতানা একাই ৩ গোল করে হ্যাটট্রিক করেন। এছাড়া সানজিদা, সাদিয়া, আখি ও আলিফা ১টি করে গোল করেন। সংসদ সদস্য ও জ্বালানী ও খনিজ সম্পদ সর্ম্পকীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান ওয়াসিকা আয়শা খান মাঠে উপস্থিত হয়ে আনোয়ারা উপজেলার বালিকাদের উৎসাহিত করেছেন। অপর খেলায়ও সুপর্ণা দাশের হ্যাটট্রিকের সুবাদে বোয়ালখালী উপজেলা ৬-০ গোলে কর্ণফুলী উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের চন্দ্রিকা বড়–য়া ২টি ও উম্মে সাদিয়া মাহি ১টি গোল করেন। আজও দুই বিভাগের দুটি করে খেলা আছে। সকালে বঙ্গমাতা টুর্নামেন্টে পটিয়া- লোহাগাড়া উপজেলা (সকাল ৯টা ৩০), পাঁচলাইশ থানা-কোতোয়ালি থানা সকাল (১০টা ৩০), বন্দর-চান্দগাঁও থানা (বিকেল ৪টা ৩০), বঙ্গবন্ধু টুর্নামেন্টে পটিয়া-লোহাগাড়া উপজেলা (বিকাল ৩টা) প্রতিদ্বন্ধিতা করবে।