সুপ্রভাত ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪২ জনসহ মোট এক হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ১১৪ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৯৬৮ জনে পৌঁছালো।
প্রথম কোভিড-১৯ শনাক্তের ১১৮তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩টি ল্যাবে ১৪ হাজার ৬৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৬০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬৮ হাজার ৪৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সের হিসেব:
১১ থেকে ২০ বছর বয়সের ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন ,৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন, ৬১ থেকে ৭০ বয়সী ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ৩ জন।