নিজস্ব প্রতিনিধি, পটিয়া :
অক্সিজেন নিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে চলছে পটিয়া অক্সিজেন সার্পোট টিম। ছাত্রলীগের পটিয়ার প্রবীণ ও নবীন নেতাকর্মীদের উদ্যোগে অক্সিজেন সার্পোট টিম গঠন করা হয়েছে। পটিয়া পৌরসভা ও উপজেলার ১৭ ইউনিয়নে ২২জন কর্মী নিয়ে অক্সিজেন সার্পোট টিমে কাজ করছে। অক্সিজেন ছাড়াও করোনা আক্রান্ত রোগীদের মাঝে অক্সিমিটার, প্রেশার মেশিন, পালস্ মিটার, মাক্স বিনামূল্যে প্রদান করা হচ্ছে। শুক্রবার বিকেলে পটিয়ার এক রেস্তোরাঁয় মতবিনিময় সভা এ তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় উপসি’ত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারম্ননুর রশিদ ছিদ্দিকী, পটিয়া সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার ঝুলন দত্ত, অক্সিজেন সার্পোট টিম পটিয়ার উদ্যাক্ততা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল, অভিজিত ভট্টচার্য্য, সমন্বয়ক চট্টগ্রাম দড়্গিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন, সহ সমন্বয়ক ছাত্রনেতা রবিউল হাসান সাকিল, নাঈম উদ্দিন রিপন, সদস্য তানভীর হাসান, তৌহিদুল ইসলাম তৌহিদ, সুজন সর্দ্দার, সুমন সর্দ্দার, শিমুল চক্রবর্ত্তী, সাকিব উদ্দিন, বেলাল উদ্দিন, রাসেদুল ইসলাম, মো. নাঈম, শাহেদুল ইসলাম সাহি।
মতবিনময় সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী বলেন, করোনা মোকাবেলা করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন পটিয়াসহ সারা দেশে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। পটিয়াতে ছাত্রলীগের প্রবীণ ও নবীন নেতাদের নিয়ে করোনা মোকাবেলা করতে যে মানবিক কাজ চলছে তা অত্যনত্ম প্রশংসনীয়।