সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলিউড অভিনেত্রী রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলোর নিরাপত্তারক্ষী। এ খবর প্রকাশ্যে আসার পরই সেই এলাকা সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই (বিএমসি)।
এ ঘটনার দু’দিন পরই রেখার বাড়ির আরও দুই গৃহকর্মীর শরীরে মেলে করোনাভাইরাসের উপস্থিতি। এতো কিছুর পরও করোনা টেস্ট করাতে নারাজ ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী।
কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না রেখা! এমনকি মুম্বাই পৌরসভা কর্মীদেরও তিনি বাংলোয় ঢুকতেই দেননি স্যানিটাইজেশনের জন্য। যার ফলে বিষয়টি এখন হয়ে উঠেছে টক অব দ্য টাউন।
এ বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছেন না মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেখাকে করোনা টেস্ট করার অনুরোধ করে তিনি বলেন, ‘কোনও উপসর্গ থাক বা না-থাক রেখার উচিত খুব শিগগিরিই সোয়াব টেস্ট করানো। তার বয়সটাও তো উদ্বেগের কারণ! রেখার কিছুতেই অবহেলা করা উচিত নয়। আমি চাই তিনি তার প্রিয়জন, অনুরাগীদের কথা চিন্তা করে হলেও টেস্ট করান।’
খবর : বার্তা২৪’র।