নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা দশদিন মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আটজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৫৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর পাঁচজন ও বিভিন্ন উপজেলার তিনজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৮৯ জন। মারা গেছেন এক হাজার ৩২৫ জন।