করোনা আক্রান্তদের চিকিৎসায় বিকেএমইএ’র পরিচালক ও রিনাউন এ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামসুল আজম আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি নতুন এইচডিইউ বেড স্থাপনে সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে।
গতকাল হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিচালক ও করোনা ফোকাল পারসন ডা. আব্দুর রব মাসুমের নিকট মো. সামসুল আজম অনুদানের চেক তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থপেডিকস) ডা. অজয় দাশ ও আইসিইউ কনসালটেন্ট ডা. মৌমিতা দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চট্টগ্রামে প্রতিনিয়ত করোনায় আক্রান্তদের সংখ্যা দিনকে দিন মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের ক্রমবর্ধমান সংখ্যা খুবই উদ্বেগজনক; যা ঢাকা বিভাগের পরে চট্টগ্রাম বিভাগের অবস্থান। ফলে হাসপাতালের করোনা চিকিৎসায় তীব্র শয্যাসংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে সকল হাসপাতালে ইইসিইউ, এইচডিইউ সকল বেড পরিপূর্ণ। এই রকম পরিস্থিতিতে বিকেএমইএ’র পরিচালক মো. সামসুল আজম এর সহায়তা করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশেষ অবদান রাখবে বলে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেন। বিজ্ঞপ্তি
করোনা চিকিৎসায় বিশেষ অবদান রাখছে বিকেএমইএ
জেনারেল হাসপাতালে বিকেএমইএ’র আর্থিক অনুদান প্রদান