মা ও শিশু হাসপাতাল
ইউনিয়ন ব্যাংক থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের জন্য ১০টি নেবুলাইজার মেশিন ও ৫টি সাকার মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
ইউনিয়ন ব্যাংকের রিজিওনাল হেড মো. সিরাজউল কবির এর মাধ্যমে এসব মেশিন প্রদান করা হয়। মেশিন সমূহ তার পক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন এর নিকট হস্তান্তর করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউছুপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. আরিফুল আমীন, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, সদস্য অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহছান উল্যাহ, জনাব এস এম কুতুব উদ্দিন, মো. জাহিদুল হাসান, জনাব মোহাম্মদ সাগির, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডা. কামাল হোসেন জুয়েল, ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য মো. সিরাজউদ্দৌলাকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি