নিজস্ব প্রতিবেদক :
করোনা আক্রান্তে সবার শীর্ষে কোতোয়ালী। চট্টগ্রাম মহানগরীর ২৩০০ করোনা আক্রান্তব্যক্তির মধ্যে কোতোয়ালীতে রয়েছে ৩২৪ জন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী রয়েছে পাঁচলাইশে। অপরদিকে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে কর্ণফুলীতে ৫৬ জন এবং সদরঘাটে ৮৬ জন। চট্টগ্রামে গত ১ জুন পর্যন্তকরোনা আক্রানেত্মর সংখ্যার ভিত্তিতে জেলা সিভিল সার্জন এই তথ্য প্রকাশ করে। উপজেলাগুলোর মধ্যে শীর্ষে হাটহাজারী ১২৬ জন।
প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, বাকলিয়ায় ৯৯ জন, চকবাজারে ১১১ জন, সদরঘাটে ৮৬ জন, পাঁচলাইশে ২১৫ জন, চান্দগাঁওয়ে ১০৬ জন, বায়েজীদে ৯৯ জন, খুলশিতে ১৮৩ জন, ডবলমুরিংয়ে ১৪১ জন, পাহাড়তলীতে ১১৪ জন, হালিশহরে ১৬৭ জন, আকবরশাহতে ১১১ জন, ইপিজেডে ১১২ জন, বন্দর থানায় ১২৩ জন, পতেঙ্গা থানায় ১৬৮ জন, কর্ণফুলীতে ৫৬ জন ও অসম্পূর্ণ ঠিকানা পাওয়া গেছে ৮৫ জনের।
উলেস্নখ্য, নগরীর কোতোয়ালী থানায় জন ঘনত্বও খুব বেশি। এছাড়া সংক্রমণের শুরম্নতে পাহাড়তলী ও আকবর শাহ থানায় করোনা আক্রানেত্মর সংখ্যা বেশি ছিল। পরবর্তীতে তা নগরীর অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাটহাজারীতে ১২৬ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তসীতাকু-ে ৯৯ জন। এছাড়া পটিয়ায় ৯৩ জন, লোহাগাড়ায় ৫৭ জন, চন্দনাইশে ৫৪ জন, সাতকানিয়ায় ৪৬ জন, বোয়ালখালীতে ৪৬ জন, আনোয়ারায় ১৩ জন, ফটিকছড়িতে ৮ জন, মিরসরাইতে ১০ জন, সন্দ্বীপে ১৭ জন, রাঙ্গুনিয়ায় ৩৭ জন, বাঁশখালীতে ৩২ জন ও রাউজানে ২৭ জন আক্রান্তহয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ততিন হাজারের বেশি আক্রান্তহয়েছে।