সুপ্রভাত ডেস্ক »
গত ১৯ এপ্রিল একদিনে এ পর্যন্ত সর্বাধিক ১১২ জনের প্রাণহানি ঘটেছিল। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫,৮৬৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু ঘটেছে।
গত বছর দেশে করোনাভাইরাস মহামারি সংক্রমণ শুরু হওয়ার পর এটিই একদিনে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা। এর আগে, গত ১৯ এপ্রিল একদিনে এ পর্যন্ত সর্বাধিক ১১২ জনের প্রাণহানী ঘটেছিল।
এদিকে, এ নিয়ে দেশে কোভিড-১৯ জনিত কারণে মোট ১৩,৯৭৬ জনের মৃত্যু হলো।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫,৮৬৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮,৭৮,৮০৪ জনের শরীরে ধরা পড়ল প্রাণঘাতী এ ভাইরাস।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।