সিএমপি কমিশনারের কাছে মাস্ক হস্তান্তর হোটেল সেন্টমার্টিনের
করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্টমার্টিন।
হোটেলে আগত অতিথিদের সুরক্ষার জন্য বিনামূল্যে রুমে মাস্ক প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য ১০ হাজার মাস্ক হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের কাছে ১০ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন হোটেল সেন্ট মার্টিন এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ এস এম জাকির হোসেন মিজান। সিএমপি সদস্যদের জন্য মাস্ক দেয়ায় পুলিশ কমিশনার প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে আসা ভ্যাকসিন করোনার মোকাবেলায় সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক ও হোটেল সেন্টমার্টিন এর পরিচালক (অপারেশন্স) ইঞ্জিনিয়ার আসিফ ইসতিয়াক। বিজ্ঞপ্তি