সুপ্রভাত ডেস্ক :
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৩,৭৭৫ জন।
সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৯,২৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৮৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে। এদিন ৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৮৭৫টি। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৭৮৪,৩৩৫টি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি চার লাখ ৮৫ হাজার ৭৬৩জন। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৫৪৩ জনের।