সুপ্রভাত ডেস্ক :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। সব মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪৪৮১ জন। বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনা ১.৩৪ শতাংশ।
১১ থেকে ২০ এর মধ্যে মারা গেছেন ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য মারা গেছেন ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন মারা গেছেন।৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৯ জন।৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১০ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৮ জন। ৮০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
৬১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে, ১৮৪০৩ টি নমুনার মধ্যে ১৭২১৪টি পরীক্ষা করা হয়েছে। মোট ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২২৩৭ জন নতুন সুস্থ হয়েছেন এবং ৩৬২৬৪ জন সুস্থ হয়েছেন মোট। এখন পর্যন্ত ৩৮ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে।